প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৪
বর্তমানে প্রেমিক-প্রেমিকা কিংবা দাম্পত্য যুগলদের মধ্যে একটি সাধারণ প্রবণতা হলো— রেস্তোরাঁয় খাওয়া, শপিং মল ঘোরা বা দূরে কোথাও ঘুরতে গেলে সেই ছবিগুলো সোশাল মিডিয়ায় পোস্ট করা। অনেকে মনে করেন, এসব ছবি মানে তারা অত্যন্ত সুখী। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি আসলে উল্টো। যারা সম্পর্কে অসুখী, তারাই বেশি করে ছবি পোস্ট করেন।