প্রকাশ: ৭ এপ্রিল ২০২১, ১৩:২৫
সরকারি টিকাদান কেন্দ্রগুলো ছাড়াও চলতি সপ্তাহ থেকে সাধারণ চিকিৎসকদের চেম্বারেই করোনার টিকা দেয়া শুরু করতে যাচ্ছে জার্মানীর স্বাস্থ্য বিভাগ। তবে সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই চলমান লকডাউনে শিথিলতা আনার পরিকল্পনা করছে দেশটির জারল্যান্ড অঙ্গরাজ্য।
মুলত অব্যাহত টিকা প্রদান কার্যক্রমে গতি আনতে চলতি সপ্তাহেই সাধারণ চিকিৎসকদের চেম্বারে টিকা নিতে পারবেন দেশটির সাধারণ নাগরিকরা।
দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, টিকা কার্যক্রম পরিচালনা করতে কমপক্ষে প্রতি সপ্তাহে ২৬ ডোজ করে টিকা পাবেন দেশটির প্রায় ৩৫ হাজার সাধারণ চিকিৎসক। যদিও এ সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম বল মনে করছেন টিকা গ্রহণে আগ্রহীরা।
এক নাগরিক জানান, আমি মনে করি প্রতি সপ্তাহে ডাক্তারদের চেম্বারে ২৬ ডোজ প্রয়োজনের তুলনায় খুবই কম, এমনও হতে পারে যেসব রোগীর আগে টিকা পাওয়া দরকার, সে নাও পেতে পারে। এক্ষেত্রে সঠিক রোগী খুঁজে বের করতে ডাক্তারদের বেগ পেতে হতে পারে।
এই অবস্থায় জার্মান সংক্রমণ বিশেষজ্ঞরা বলছেন, শিথিলতা নয় বরং রূপ বদলানো করোনাকে রুখে দিতে কমপক্ষে ২ থেকে তিন সপ্তাহের কঠোর লকডাউনের কোনো বিকল্প নেই।