কুমিল্লার তিতাসে হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (১২ জুলাই) তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দরিকান্দি পল্লি বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন সড়কের পূর্ব পাশ থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্ল্যাহ।
গলাকাটা বিষয়টির সত্যতা স্বীকার করে তিনি বলেন, খবর পেয়ে সকাল ১০টায় পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করেছে। লাশের গলাকাটা ছিল এবং পাশে একটা রক্তমাখা ছুরি পাওয়া গেছে। ওই যুবকের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার অনুসন্ধানে পুলিশের একাধিক টিম কাজ করছে।