প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ১:১৯
ভারতের বেঙ্গালুরুতে তাইওয়ানের আইফোন প্রস্তুতকারক সংস্থা 'উইস্ট্রন করপোরেশন' এর কারখানায় ব্যাপক ভাঙচুর চালিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। ঠিকমতো বেতন না দেওয়ার অভিযোগে শনিবার (১২ ডিসেম্বর) প্রায় ২ হাজার কর্মী কারখানাটিতে হামলা চালান।
Employees of a Taiwanese company vandalised Wistron office situated in Narasapur Industrial Area in Kolar district of #Karnataka, on Saturday.The incident occured over the non-payment of salary dues for several months.The company deals with manufacturing of Apple iPhones in India pic.twitter.com/6xxncCLPte