প্রকাশ: ২০ মে ২০২৫, ১২:৪২
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার (২০ মে) সকালে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্টারলিংক অফিসিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে এবং তারা সোমবার বিকেলে ফোন কলে তাকে বিষয়টি জানায়। পরদিন সকালে প্রতিষ্ঠানটির এক্স হ্যান্ডেল থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রাথমিকভাবে স্টারলিংক দুটি প্যাকেজ নিয়ে সেবা প্রদান করবে, যার নাম ‘স্টারলিংক রেসিডেন্স’ এবং ‘রেসিডেন্স লাইট’। স্টারলিংক রেসিডেন্স প্যাকেজের মাসিক খরচ ধরা হয়েছে ৬ হাজার টাকা এবং রেসিডেন্স লাইট প্যাকেজের মাসিক চার হাজার দু’শ টাকা। তবে উভয় প্যাকেজেই গ্রাহকদের প্রথমে ৪৭ হাজার টাকা এককালীন যন্ত্রপাতির খরচ বহন করতে হবে।
ফয়েজ আহমদ জানিয়েছেন, আগ্রহী গ্রাহকরা স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট বা নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম থেকে এখনই অর্ডার করতে পারবেন। যদিও শুরুতে খরচ বেশি বলে মনে হতে পারে, তবুও এটি দেশের প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চগতির ইন্টারনেট পাওয়ার একটি টেকসই বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশেষ সহকারী আরও বলেন, এই সেবা বাংলাদেশের দূরবর্তী ও কম সেবাযুক্ত এলাকায় দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট পৌঁছে দিতে সাহায্য করবে। এতে শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সকলেই উপকৃত হবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
বিশ্বব্যাপী জনপ্রিয় স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা ইতিমধ্যেই অনেক দেশে চালু হয়েছে এবং এর মাধ্যমে ইন্টারনেটের গতি ও স্থিতিশীলতা অনেকাংশে উন্নত হয়েছে। বাংলাদেশেও এর মাধ্যমে ডিজিটাল সেবা ও তথ্যপ্রযুক্তির প্রসার ঘটবে বলে মনে করা হচ্ছে।
দেশের ডিজিটাল উন্নয়নে নতুন দিগন্ত খুলে দিতে স্টারলিংকের এই সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী। আগামী দিনগুলোতে এই স্যাটেলাইট ইন্টারনেট সেবার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে বলে ধারণা করা হচ্ছে।