প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১২:২৮
দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানিয়েছেন, ইন্টারনেটের তিনটি গুরুত্বপূর্ণ স্তরে দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং শিগগিরই মোবাইল ইন্টারনেটের দামও কমানো হবে বলে আশা করা হচ্ছে।