প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ৩:১০
উত্তর কোরিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি আত্মঘাতী ড্রোনের পরীক্ষা চালানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থানীয় সময় এই মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন দেশের সর্বোচ্চ নেতা কিম জং উন। কেসিএনএ জানিয়েছে, আধুনিক সমরাস্ত্র ভাণ্ডার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ড্রোন, যা ভূমি ও সাগরে কৌশলগত লক্ষ্য শনাক্ত করতে সক্ষম।