রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ছোট ভাই-বোনদের সঙ্গে ঝগড়ার পর অভিমানে মিথিলা আক্তার নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি ঘরে থাকা ইঁদুর মারার বিষ পান করেন, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত মিথিলা আক্তার (১৭) গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামের জলিল ফকিরের মেয়ে। স্থানীয়রা জানান, ঘটনার সময় মিথিলার বাবা বাড়ির বাইরে ছিলেন। এ সময় ভাই-বোনদের সঙ্গে তার ঝগড়া হয়, এরপর অভিমানে বিষপান করেন তিনি।
পরিবারের সদস্যরা মিথিলাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের সদস্যরা জানান, মিথিলা আবেগপ্রবণ স্বভাবের ছিলেন এবং সামান্য বিষয়েও মানসিকভাবে ভেঙে পড়তেন।
এলাকাবাসী এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তারা বলছেন, পারিবারিক বিষয় নিয়ে ছোটখাটো ঝগড়া হতেই পারে, কিন্তু এমন সিদ্ধান্ত একেবারেই অপ্রত্যাশিত।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং আবেগ নিয়ন্ত্রণে পরামর্শ ও মানসিক সহায়তা জরুরি, যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়। পুলিশ এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।