গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে ৭৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল শেবাচিম হাসপাতালে। ২৪ ঘন্টায় এ হাসপাতালে নতুন করে ৪১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন রোগী।
রবিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হুমায়ুন শাহীন খান। সূত্রমতে, দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের তালিকায় রয়েছে বরগুনা জেলা। ওই জেলায় নতুন করে গত ২৪ ঘন্টায় ১৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়াও ভোলায় ১০ জন, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে সাতজন, পিরোজপুর জেলা হাসপাতালে চারজন, ঝালকাঠি জেলা হাসপাতালে একজন রোগী শনাক্ত হয়েছে।
সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে অদ্যবর্ধি বরিশাল বিভাগে মোট ১২শ’ ১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। যারমধ্যে পাঁচজন মারা গেছেন। এছাড়া ১ হাজার ৩৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা এখনও চিকিৎসাধীন রয়েছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।