হাসপাতালেই চেম্বারের ফি নিয়ে রোগী দেখবেন সরকারি চিকিৎসকরা : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: রবিবার ২২শে জানুয়ারী ২০২৩ ০৮:২২ অপরাহ্ন
হাসপাতালেই চেম্বারের ফি নিয়ে রোগী দেখবেন সরকারি চিকিৎসকরা : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে যেখানে যে চিকিৎসক কর্মরত আছেন, সেখানেই প্র্যাকটিস করতে হবে। যাতে বাইরে কোনো ক্লিনিক-হাসপাতালে যেতে না হয়, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।


রোববার (২২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ইন্সটিটিউশনাল প্র্যাকটিস বিষয়ে সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন। বলেন, ১ মার্চ থেকে এ সংক্রান্ত পাইলট প্রকল্প শুরু হবে। ৫০টি উপজেলায় প্রথম পর্যায়ে এই কার্যক্রম শুরু হবে।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্ধারিত দায়িত্ব শেষে হাসপাতালেই চেম্বারে ফি নিয়ে রোগী দেখবেন। এর বাইরেও তারা যদি চান হাসপাতালের বাইরে প্রাইভেট প্র্যাকটিস করবেন, তা করা যাবে। তবে ধীরে ধীরে তা নিরুৎসাহিত করা হবে। এ নিয়ে একটি কমিটির মাধ্যমে ফি নির্ধারণসহ সার্বিক কার্যক্রম তদারকি ও কর্মকৌশল ঠিক করা হবে। প্রথম পর্যায়ে ৫০টি উপজেলা, ২০টি জেলা ও ৫টি মেডিকেল কলেজ এই কর্মসূচির আওতায় আসবে।