ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ সাউথপুর গ্রামের পূর্ব শত্রুতার জেরে চাঁদা না দেওয়ায় রাজমিস্ত্রী আবুল বাশারকে (৪৫) খুন করা হয়। গত সোমবার বিকেলে নিহতের স্ত্রী বাদী হয়ে রাজাপুর থানায় এ ঘটনায় মামলার আবেদন করেন। হত্যাকাণ্ডের প্রধান আসামী নাজমুল হাসানকে মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর থেকে র্যাব গ্রেপ্তার করে।
এ ঘটনার প্রতিবাদে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় দক্ষিণ সাউথপুর এলাকায় শত শত গ্রামবাসী রাজাপুর থানা ঘেরাও করে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করে। মানববন্ধনে দুই হাজারেরও বেশি মানুষ অংশ নেন এবং আসামি নাজমুলের ফাঁসি দাবি করেন। বক্তারা বলেন, হত্যার আগে নাজমুল আবুল বাশারকে এক লাখ টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই হুমকির পর আবুল বাশারকে হত্যা করা হয়।
মানববন্ধনে নিহতের পরিবারসহ স্থানীয়রা নাজমুল ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নিহত আবুল বাশারের মা দেলোয়ার বেগম, স্ত্রী মোসা: আসমা বেগম, বোন কুরছিয়া বেগম, ছেলে আমিনুল ইসলাম, মেয়ে মরিয়মসহ অন্যান্যরা বক্তব্য দেন। তারা বলেন, নাজমুলসহ সকল আসামির দ্রুত ফাঁসি হওয়া উচিত।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, মামলার প্রধান আসামী নাজমুলকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
এদিকে, নিহত আবুল বাশারের পরিবার ও এলাকাবাসী দাবি করেন, রাজমিস্ত্রী আবুল বাশারকে হত্যা করার আগে তার উপর একাধিকবার আক্রমণ করা হয়েছিল এবং তাকে শাসানো হয়েছিল। তারা হত্যাকাণ্ডের পর নাজমুলের গ্রেপ্তারের পাশাপাশি দ্রুত বিচার দাবি করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।