ভূঞাপুরে কালাজ্বর নির্মূলকরণ বিষয়ক অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: রবিবার ২১শে নভেম্বর ২০২১ ০৫:১৬ অপরাহ্ন
ভূঞাপুরে কালাজ্বর নির্মূলকরণ বিষয়ক অবহিতকরণ সভা

টাঙ্গাইলের ভূঞাপুরে কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করণের জন্য অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 


রোববার ( ২১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত বক্তারা কালাজ্বর নির্মূলের কার্যকরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহি উদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এমজি মাহমুদ, সমাজসেবা কর্মকর্তা মোঃ শহিদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক প্রমূখ।