করোনার প্রথম ডোজ টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে মানুষের ঢল। সাভারের তিনটি কেন্দ্রে হুড়োহুড়িতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ছাড়া গাজীপুর, চট্টগ্রামেও একই অবস্থা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিলেও তৈরি হয় বিশৃঙ্খলা। চাপ সামাল দিতে হিমশিম অবস্থায় স্বাস্থ্যকর্মীরা। অব্যবস্থাপনার নানা অভিযোগ ভুক্তভোগীদের।
এ জনস্রোত করোনা টিকার জন্য। ভ্যাকসিনের প্রথম ডোজ পেতে মরিয়া হয়ে উঠেছেন সাভারের পোশাকশ্রমিকরা। কোনোভাবেই আটকানো যাচ্ছে না তাদের। হুড়োহুড়ি আর ধাক্কাধাক্কি! প্রথম ডোজ টিকা বন্ধের বিভ্রান্তিকর খবরে কেন্দ্রে কেন্দ্রে টিকাপ্রত্যাশীদের উপচে পড়া ভিড়। হিমশিম অবস্থায় স্বাস্থ্যকর্মীরা।
প্রথম ডোজ টিকা বন্ধের বিভ্রান্তিকর খবরে লেজেগোবরে অবস্থা সাভারের তিনটি কেন্দ্রে। ঢল নামে টিকাপ্রত্যাশীদের। ধাক্কাধাক্কি করে হুমড়ি খেয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন তারা। এতে আহত হন বেশ কয়েকজন।
সাভারের পার্বতীপুরে বাংলাদেশ হেলথ ম্যানেজমেন্ট সেন্টারে তৃতীয় দিনের মতো চলছে টিকাদান কার্যক্রম। এদিকে রোদেপুড়ে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গাদাগাদি হয়ে টিকার অপেক্ষায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকেন তারা। অসুস্থ হয়ে পড়েন অনেকে। অব্যবস্থাপনা, নিরাপত্তাকর্মী ঘাটতিসহ নানা অনিয়মের অভিযোগ ভুক্তভোগীদের।
একই অবস্থা গাজীপুরের শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সেও। লম্বা লাইনে দাঁড়িয়ে ভোগান্তি মাথায় টিকা নেন শ্রমিকসহ সাধারণ মানুষ। নিবন্ধন ছাড়া শুধু জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা কার্যক্রম চালু করায় উপস্থিতি বেড়েছে টিকাগ্রহীতাদের। কে কার আগে টিকা নেবেন, তা নিয়েও প্রতিযোগিতা দেখা যায়। এতে কেন্দ্রে অস্বস্তি ও বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়।
উপচে পড়া ভিড় চট্টগ্রামেও। নগরীর সিটি করপোরেশন হাসপাতালে প্রথম ডোজ নিতে আসেন নানা শ্রেণি-পেশার মানুষ। অনেকে টিকা পেতে সন্তান নিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকেন। কেন্দ্র থেকে লাইন ২-৩ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে। রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন নারী ও বয়স্করা।
টিকা পেতে রংপুরেও কেন্দ্রে কেন্দ্রে ভিড় জমেছে টিকাপ্রত্যাশীদের। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই গাদাগাদি হয়ে টিকা নেন গ্রহীতারা।
রাজশাহীতে মেডিকেল কলেজ হাসপাতালের টিকাকেন্দ্রে সব বয়সীরা ছুটেছেন ভ্যাকসিনের ডোজ নিতে। দীর্ঘ অপেক্ষা শেষে টিকা পান তারা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।