রাজবাড়ীর দৌলতদিয়া পূর্ব পাড়ার (যৌনপল্লী) সুবিধাবঞ্চিত নারী ও এনজিও কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, কেকেএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সেভ দ্য চিলড্রেন এর ম্যানেজার মো. সাইফুল ইসলাম খান সেলিম, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মো. জুলফিকার আলী, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মো. মজিবুর রহমান খান জুয়েল, মুক্তি মহিলা সমিতির ইভিসিইভি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, কেকেএস প্রকল্প কোর্ডিনেটর রুমা খাতুন, শিশুর অভিভাবক কুমলী বেগম, শাহানাজ পরাভীন প্রমুখ।
মতবিনিময় সভা শেষে উপস্থিত যৌনপল্লীর সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।