বৈষম্যহীন মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি , দিনাজপুর
প্রকাশিত: সোমবার ৩০শে ডিসেম্বর ২০২৪ ০৪:১৯ অপরাহ্ন
বৈষম্যহীন মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে এক পথসভায় সোমবার জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে যেখানে ঘুষ, চাঁদাবাজি, এবং দখলদারিত্ব থাকবে না। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হবে।  


তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। প্রতিটি মানুষ পরস্পরকে শ্রদ্ধা করবে। পথশিশু থাকবে না, সরকার তাদের দায়িত্ব নেবে। আমরা চাই নৈতিক শিক্ষার মাধ্যমে প্রকৃত মানুষ গড়ে তুলতে।”  


শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। ডাকাত তৈরি নয়, মানুষ তৈরির শিক্ষা ব্যবস্থা চাই। সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে সুনাগরিক তৈরি করতে হবে।”  


জামায়াত আমির আরও বলেন, “দেশের প্রতি ভালোবাসা যাদের আছে তারা দেশ ছেড়ে পালায় না। আমাদের ১১ জন শীর্ষ নেতা আওয়ামী লীগ সরকারের হাতে জীবন দিয়েছেন। কেউ পালায়নি। আমরা জাতীয় ঐক্য চাই। বিভেদ সৃষ্টি করে কোনো জাতি উন্নতির শিখরে উঠতে পারেনি।”  


পথসভায় সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশে যুগ যুগ ধরে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। কিন্তু কেউ কেউ সাম্প্রদায়িক উস্কানি দিয়ে এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। আমাদের বিভক্তি দূর করতে হবে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা জরুরি।”  


তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে। সংবাদ মাধ্যম জাতির বিবেক। মিথ্যা বা ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াবেন না।”  


সভায় তিনি আরও বলেন, “কুরআনের শিক্ষা অনুযায়ী সমাজ গড়ে তোলা হবে। মা-বোনেরা শালীন ও মার্জিত পোশাকে গর্ব অনুভব করবেন। জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না।”  


বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমানের সভাপতিত্বে এ পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিম, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ড. এনামুল হকসহ অন্যান্য নেতারা।  


ডা. শফিকুর রহমান পথসভায় উপস্থিত জনগণকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই যা বৈষম্যহীন, মানবিক এবং সম্ভাবনাময়। এ লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা প্রয়োজন।”  


সভা শেষে তিনি জনগণের নানা প্রশ্নের উত্তর দেন এবং তাদের সমর্থন ও ত্যাগের আহ্বান জানান।