‘র’ এজেন্ট বলছেন যাকে, ২০১৯ থেকে আমাদের পাশে ছিলেন-আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১২ই ডিসেম্বর ২০২৪ ১১:২৩ পূর্বাহ্ন
‘র’ এজেন্ট বলছেন যাকে, ২০১৯ থেকে আমাদের পাশে ছিলেন-আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, যে ব্যক্তিকে ‘র’ এজেন্ট বলে সমালোচনা করা হচ্ছে, ২০১৯ সাল থেকে আগ্রাসনবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে তিনি সর্বদা তাদের পাশে দাঁড়িয়েছেন। আসিফ মাহমুদ তার পোস্টে দাবি করেন, ‘এনআরসি, সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ, এবং অন্যান্য আন্দোলন যখন কারাবন্দি হয়েছিলাম, তখন এই ব্যক্তি আমাদের সঙ্গে ছিলেন।’

তিনি আরও বলেন, ‘‘আমরা ক্যাম্পাসে ১৫-২০ জন ছেলেমেয়ে আর আসিফ নজরুল স্যার। তিনি আমাদের জন্য অনেক কিছু করেছেন।’’ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা লিখে ক্ষোভ প্রকাশ করেছেন যে, এই ব্যক্তিকে এখন ‘র’ এজেন্ট হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। 

এছাড়া, তিনি মন্তব্য করেছেন যে, সমালোচনার একটি গঠনমূলক দৃষ্টিভঙ্গি থাকা উচিত। ‘‘গঠনমূলক সমালোচনার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নেওয়া সম্ভব, কিন্তু কেবল কন্সপিরেসি থিওরি দিয়ে কিছু বলা সঠিক নয়।’’ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘‘আমাদের আন্দোলন কখনোই 'র' এর নির্দেশে পরিচালিত হয়নি, যদিও অনেকেই এমন কল্পকাহিনী রচনা করেছেন। আমাদের আন্দোলন ছিল জনগণের পক্ষে, আর তা ফ্যাসিস্ট সরকারের পতনের দিকে এগিয়ে গিয়েছিল।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা চাই সমাজে ইতিবাচক পরিবর্তন আসুক, এবং যারা ত্যাগ ও সংগ্রামে বিশ্বাসী, তাদের পাশে দাঁড়িয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি।’’ 

উল্লেখযোগ্য, সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তাকে ‘র’ এজেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেই ভিডিওর প্রেক্ষিতে নিজের স্ট্যাটাসটি দিয়েছেন, যা একে অপরকে বিভ্রান্ত না করে ভবিষ্যতে আরও প্রজ্ঞাপূর্ণ আলোচনা ও সমালোচনার আহ্বান জানানো হয়েছে।