
প্রকাশ: ২২ আগস্ট ২০১৯, ১:১২

পেঁপে পাতার রস খেয়ে সারছে ডেঙ্গু রোগ। এমন দাবি, বরিশালের গৌরনদী উপজেলার পিংগলাকাঠি গ্রামের সাধারণ মানুষের। মালয়েশিয়ার নটিংহাম বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়ও পেঁপে পাতায় ডেঙ্গু নিরাময়ের প্রমাণ মিলেছে। জানা যায়, পিংগলাকাঠি গ্রামের ডেঙ্গু রোগে আক্রান্ত গেল মঙ্গলবার (১৯ আগস্ট) নাছিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। কিন্তু ওই গ্রামে ইতিপূর্বে আরও সাতজন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিল। তাদের প্রত্যেককে পেঁপে পাতা খাওয়ানো হয়। সাতজনই পরে সুস্থ হয়ে ওঠে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব