কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন বা বিপি দিবস উদযাপন করা হয়েছে। স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের জন্মদিন বিশ্বব্যাপী বিপি ডে বা দিবস নামে পরিচিত। দিবসটি পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালী বের হয়ে। র্যালী শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস ভূরুঙ্গামারী উপজেলা এসবের আয়োজন করে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট ভূরুঙ্গামারী উপজেলা সভাপতি গোলাম ফেরদৌস, সম্পাদক ময়নাল হক, উপজেলা কমিশনার ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান আলী, উপজেলা স্কাউটস সহ-সভাপতি যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, উপজেলা ইনস্ট্রাকটর মোহাম্মদ আতিকুর রহমান ও ভূরুঙ্গামারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক একেএম আল মাহমুদ, উপজেলা কাব লিডার চৌধুরী শারমিন শামস মনি, সহ-কমিশনার খোরশেদ আলম, কার্যকরী সদস্য গনেশ চন্দ্র প্রসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।