মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ডাকাত জিয়া বাহিনীর প্রধান আটক

নিজস্ব প্রতিবেদক
কোস্ট গার্ড ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই নভেম্বর ২০২৪ ০৩:২৪ অপরাহ্ন
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ডাকাত জিয়া বাহিনীর প্রধান আটক

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত দলের প্রধান জিয়াউর রহমান এবং তার সঙ্গী মহিউদ্দিনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ, যার মধ্যে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড গোলা রয়েছে।


বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর ৫টা ২০ মিনিটে কোস্ট গার্ড পূর্ব জোনের দুটি চৌকস দল এবং বাংলাদেশ পুলিশের সমন্বয়ে কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়, যেখানে জানা যায়, ওই এলাকাতে জিয়া বাহিনীর সদস্যরা অবস্থান করছে। 


যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালানোর চেষ্টা করলে পুলিশ ও কোস্ট গার্ড তাদের ধাওয়া করে। এক পর্যায়ে অভিযানকারীরা সফলভাবে জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান (৪৪) ও তার সহযোগী মহিউদ্দিন (৩৮)-কে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।


এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নিয়ে বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ অভিযানে কোস্ট গার্ড এবং পুলিশ যৌথভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।


জিয়া বাহিনীর প্রধান ও তার সঙ্গীকে আটক করার পর স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন, তবে এই ধরনের অপরাধী চক্রের বিরুদ্ধে আরও কার্যকর অভিযান চালানোর দাবি জানাচ্ছেন তারা।