ঘোড়াঘাটে স্বামীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই নভেম্বর ২০২৪ ০২:৫৯ অপরাহ্ন
ঘোড়াঘাটে স্বামীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্ত্রী আটক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর গ্রামে এক যুবক সুজন চৌধুরী (৩০) শ্বাসরোধে হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্ত্রী দুল্লী রানীকে আটক করেছে পুলিশ, যা থেকে হত্যাকাণ্ডের নেপথ্যে তার হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।


ঘটনাটি ঘটে ভোর সাড়ে ৫টার দিকে। পুলিশ জানায়, নিহত সুজন চৌধুরী কুলানন্দপুর গ্রামের হংসলাল চৌধুরীর ছেলে। তার মরদেহ গলায় ওড়না পেঁচানো অবস্থায় বিছানায় পড়ে ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সুজনের বাবা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে তার ছেলে-বউ দুল্লী রানীকে বাড়ির পাশের বাঁশঝাড়ে দাঁড়িয়ে থাকতে দেখে। সন্দেহজনকভাবে আচরণ করার পর তিনি ঘরে ফিরে গিয়ে ছেলে সুজনের মৃতদেহ দেখতে পান।


এসময় নিহতের বাবা চিৎকার দিলে আশপাশের লোকজন এসে স্ত্রী দুল্লী রানীকে আটক করে এবং পুলিশে খবর দেয়। ঘোড়াঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 


পুলিশের ধারণা, সুজনের মৃত্যু শ্বাসরোধে হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিবারের অভিযোগে তার স্ত্রীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। ওসি নাজমুল হক জানান, মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা স্তম্ভিত হয়ে পড়েছেন।