প্রকাশ: ২৮ আগস্ট ২০২০, ১৬:০
পুরো ফুটবল বিশ্বে এখন আলোচনার কেন্দ্রবিন্দু, বার্সেলোনা ছাড়ছেন লিওনেল মেসি। আর এতেই তৈরি হয়েছে হাজারো প্রশ্ন।কোন ক্লাবে যাবেন মেসি? বার্সেলোনা কি পদক্ষেপ নেবে মেসিকে আটকে রাখতে? এমন হাজারো প্রশ্নে জর্জরিত ফুটবল বিশ্ব।
অন্যদিকে আলোচনা হচ্ছে বার্সা প্রেসিডেস্ট জোসেপ মারিয়া বার্তোমেউকে নিয়েও। অনেকে তার পদত্যাগের দাবি করছেন। তবে নতুন খবর হলো মেসি বার্সেলোনাতে থাকেলেই পদত্যাগ করবেন ক্লাব প্রেসিডেন্ট বার্তোমেউ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্প্যানিশ গণমাধ্যম টিভিথ্রি’র বরাত দিয়ে মার্কা নিশ্চিত করেছে বিষয়টি।