দৌলতদিয়ায় ডিবির অভিযানে ইয়াবা সহ গ্রেফতার মুন্না

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার ১৪ই মার্চ ২০২৫ ০২:৫১ অপরাহ্ন
দৌলতদিয়ায় ডিবির অভিযানে ইয়াবা সহ গ্রেফতার মুন্না

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ১০০ পিস ইয়াবা সহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।


গ্রেফতারকৃত মাদক বিক্রেতা হলো, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শামসু মাস্টার পাড়া এলাকার মো. ওহাব শেখের ছেলে মোঃ মুন্না শেখ (২৩)।


ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত পৌনে ৮টার দিকে উপজেলার দৌলতদিয়া টার্মিনাল এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাকে ১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। 


জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ও ওসি ডিবির নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এস আই আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা করা হয়েছে।