ধামইরহাটে অসহায়দের মাঝে আস সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মোঃ আবুমুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ১লা মার্চ ২০২৫ ১২:২৯ অপরাহ্ন
ধামইরহাটে অসহায়দের মাঝে আস সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার বিতরণ

ধামইরহাটে রমজান মাসকে সামনে রেখে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আস সুন্নাহ ফাউন্ডেশন। ১ মার্চ সকালে ধামইরহাট ফাজিল মাদরাসা মাঠে আয়োজিত এ কার্যক্রমে স্থানীয় অসহায় মানুষদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

আস সুন্নাহ ফাউন্ডেশনের ধামইরহাট প্রতিনিধি আব্দুল্লাহ আল মুকিতের তত্ত্বাবধানে এই আয়োজন সম্পন্ন হয়। এতে সহযোগিতা করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি জুনিয়র এক্সিকিউটিভ মো. আবির হোসেনসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজসেবী সংগঠনের ব্যক্তিরা।

উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও করদে হাসানা ফাউন্ডেশনের এমডি এস এম খেলাল ই রব্বানী, ধামইরহাট ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. রবিউল ইসলাম, পাটি আমলাই ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. মাহবুব আলম, সহকারী অধ্যাপক জয়নুল আবেদিন ও সাকোয়াত হোসেন।

এছাড়া করদে হাসানা ফাউন্ডেশনের ধর্ম সম্পাদক মাওলানা আব্দুল কাহহার সিদ্দিক মনিপুরী, স্বেচ্ছাসেবক কাওছার হোসেন, হাফেজ সায়েম ও আবু হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। তারা সবাই ইফতার সামগ্রী বিতরণে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান।

আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এবার ইফতার সামগ্রীর প্যাকেজে ২ কেজি ছোলা ও ডাল, ১ কেজি করে খেজুর, মুড়ি, সয়াবিন তেল ও চিনি দেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেজের ওজন প্রায় ৮ কেজি। ধামইরহাট ফাজিল মাদরাসা ও জাহানপুর এসসি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় মোট ১০০ জন অসহায় মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

ধামইরহাট প্রতিনিধি আব্দুল্লাহ আল মুকিত বলেন, আস সুন্নাহ ফাউন্ডেশন সবসময় মানুষের কল্যাণে কাজ করে। অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। রমজান মাসে যেন তারা ভাবনাহীনভাবে সিয়াম সাধনা করতে পারেন, সেজন্যই এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

উপস্থিত অতিথিরা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। আস সুন্নাহ ফাউন্ডেশন যে মানবিক উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তারা আরও বলেন, এ ধরনের কার্যক্রম বেশি বেশি হলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে।

স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, আস সুন্নাহ ফাউন্ডেশন প্রতিবছরই দুঃস্থদের সহায়তায় কাজ করে। এমন কার্যক্রম বেশি হলে অসহায় মানুষদের কষ্ট লাঘব হবে এবং তারা একটু স্বস্তিতে রমজান পালন করতে পারবেন।