প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯, ২৩:১৮
নভেম্বরের শেষ দশদিন অনুষ্ঠিত হবে এবছরের বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯। এর মধ্যে চুড়ান্ত করা হয়েছে পাঁচটি দেশ।আগের বারের চেয়েও জাঁকজমকপূর্ণ ভাবে এবারের আসরের আয়োজন করা হয়েছে।
শনিবার(২৬ অক্টোবর) আজ বাফুফের কার্যনির্বাহী কমিটির চুড়ান্ত বৈঠকে চুড়ান্ত হবে সব কিছু। জানিয়েছেন বাফুফের সাধারন সম্পাদক আবু নাঈম সোহাগ।
আবু নাঈম সোহাগ আরও বলেন,বঙ্গবন্ধু গোল্ডকাপ নভেম্বরের শেষ দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজন করবো। বঙ্গবন্ধু গোল্ডকাপের অধিকাংশ কাজ শেষ।বেশ কিছু দল ইতোমধ্যেই নিশ্চিত করেছে।আশাকরি আগামী কয়েকদিনের মধ্যে বাকি দলগুলোও নিশ্চিত করবে।