ঘরের মাঠে শেষ ৪১ ম্যাচের ভেতর কেবল একটিতে হারের মুখ দেখছিল ফিলাডেলফিয়া। নিজেদের মাঠে দুর্দান্ত প্রতাপে থাকা ফ্লোরিডার দলটিকে মাটিতে নামতে হলো লিগস কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামির কাছে বিধ্বস্ত হয়ে।
লিগস কাপের সেমিফাইনালে ফিলাডেলফিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। আর তাতেই ইতিহাসের পাতায় নতুন অধ্যায়ের সূচনা হলো ক্লাবটির। প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হলো তাদের।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় মায়ামি। বক্সের ডানদিক থেকে আক্রমণে গিয়ে দলকে এগিয়ে দেন জোসেফ মার্টিনেজ।২০ মিনিটের মাথায় মেসির গোলে ব্যবধান দ্বিগুণ হয় মায়ামির। মাঝমাঠ থেকে বাড়ানো মার্টিনেজের বল টেনে নিয়ে গিয়ে ডি বক্সের অনেক দূর থেকে লম্বা শটে জালের ঠিকানা খুঁজে নেন মায়ামি দলপতি।বিরতির ঠিক আগ মুহূর্তে যোগ করা অতিরিক্ত সময়ে ব্যবধান ৩-০তে নিয়ে যান জর্ডি আলবা।
৭৩তম মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তে ডেভিড রুজ ফের ব্যবধান বাড়িয়ে দেন। দলকে এনে দেন ৪-১ গোলের বড় জয়।এই জয়ে ২০২৪ সালে অনুষ্ঠিতব্য কনকাকাফ কাপে খেলা নিশ্চিত হলো মায়ামির। শনিবার (১৯ আগস্ট) প্রথম শিরোপার মিশনে লিগস কাপের ফাইনালে মাঠে নামবে মেসিরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।