জ্যামাইকার বিপক্ষে অনিশ্চিত মেসি!

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২৭শে সেপ্টেম্বর ২০২২ ০৬:৫১ অপরাহ্ন
জ্যামাইকার বিপক্ষে অনিশ্চিত মেসি!

আসন্ন কাতার বিশ্বকাপে যাওয়ার আগে আর মাত্র দুটি আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচে অংশ নেবে আর্জেন্টিনা। যার প্রথমটি অনুষ্ঠিত হবে বুধবার ভোরে। যে ম্যাচে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ জ্যামাইকা। তবে ম্যাচটিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে দলের অন্যতম সেরা তারকা ও অধিনায়ক লিওনেল মেসির খেলা নিয়ে।


নিউ জার্সির রেড বুল অ্যারেনায় বাংলাদেশ সময় ভোর ৬টায় জ্যামাইকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। 


ফ্লুতে ভোগার কারণে উত্তর আমেরিকার দলটির বিপক্ষে খেলার সম্ভাবনা খুবই কম পিএসজি ফরোয়ার্ডের। এমনটাই জানিয়েছে আর্জেন্টিনার জনপ্রিয় প্রচারমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।


সবশেষ প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ৩-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। সেই ম্যাচে আলবিসেলেস্তেদের হয়ে জোড়া গোল করেন লিও। এছাড়াও ম্যাচজুড়ে দেখিয়েছেন নিজের অসাধারণ নৈপুণ্য। 


জানা গেছে, সাতবারের ব্যালন ডি’অর জয়ীর পরিবর্তে জ্যামাইকার বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে ম্যানচেস্টার সিটির তরুণ স্ট্রাইকার জুলিয়ান আলভারেজকে। 


তবে আগামী ২২ নভেম্বর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে নামার আগে ১৬ নভেম্বর শেষ প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঠিকই দেখা যাবে আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরকে।


গত চার বছর ধরেই উড়ছে আর্জেন্টিনা। টানা ৩৪ ম্যাচে অপরাজিত ল্যাতিন আমেরিকার প্রতিনিধিরা। ২০১৯ সালের পর কোনো ম্যাচ হারেনি আকাশী নীল জার্সিধারীরা। সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার হিসেবে সবার ওপরে আছে ইতালি। ২০১৮-২১ সালে টানা ৩৭ ম্যাচ হারেনি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।


টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে স্পেন এবং ব্রাজিল। বুধবার ভোরে জ্যামাইকার বিপক্ষে ন্যুনতম হার এড়াতে পারলেই এই দুই জায়ান্টের পাশে বসবে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। তবে মেসিকে ছাড়া আর্জেন্টিনা নিজেদের সেরাটা দিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।


জ্যামাইকার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: 

এমিলিয়ানো মার্টিনেজ, মার্কোস আকুনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রে প্যারেদেস, জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিওনেল মেসি/জুলিয়ান আলভারেজ।