চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন আশা প্রকাশ করেছেন, চট্টগ্রাম প্রবাসী ক্লাব ভবিষ্যতে প্রবাসীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। ক্লাবের চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রবাসীদের কঠোর পরিশ্রমে অর্জিত রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন তিনি।
মেয়র আরও বলেন, প্রবাসীরা তাদের পরিবার-পরিজন ছেড়ে দেশের জন্য কাজ করছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি প্রবাসীদের একত্রিত হয়ে সংগঠনের মাধ্যমে নিজেদের দাবি-দাওয়া আরও শক্তভাবে উপস্থাপনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি। সঞ্চালনা করেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল ইমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কঁচি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহ নওয়াজসহ আরও অনেকে।
খন্দকার এম এ হেলাল সিআইপি বলেন, প্রবাসীদের সেবা প্রদানের উদ্দেশ্যেই চট্টগ্রাম প্রবাসী ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। প্রবাসীরা দেশে ফিরে যেন একটি নির্ভরযোগ্য ঠিকানা পান, এটাই ক্লাবের প্রধান লক্ষ্য। তিনি প্রবাসী ট্রাভেলস, টেলিভিশন, রিয়েল এস্টেট এবং গাড়ি সেবা প্রকল্পের সেবা গ্রহণের জন্য প্রবাসীদের আহ্বান জানান।
অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে আলোচনা সভা এবং লটারির মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আগামী দুই বছরের জন্য চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের নতুন কমিটি ঘোষণা করা হয়। এম এ হেলাল সিআইপি’কে আজীবন চেয়ারম্যান এবং ইসমাইল ইমনকে ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। এছাড়াও ১৫ জন উপদেষ্টা এবং ২১ জন পরিচালনা পরিষদের সদস্য মনোনীত হয়েছেন।
নতুন কমিটির উপদেষ্টা সদস্যরা হলেন মোঃ ইব্রাহিম সিআইপি, আব্দুল মান্নান সিআইপি, ইঞ্জিনিয়ার মহসিন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল চৌধুরীসহ আরও অনেকে। পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন কামাল উদ্দীন, আকবর হোসেন অভি, সাংবাদিক ফিরোজ, সোহেল শিকদার, এবং আব্দুল মান্নান।
প্রবাসী ক্লাবের এ উদ্যোগ প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত হলে এটি প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।