দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শনিবার (৫ জুন) ভোরে মাঠে নামবে ব্রাজিল। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইকুয়েডর। ব্রাজিলের স্তাদে বেইরা রিও'তে ম্যাচটি শুরু হবে ভোর সাড়ে ৬টায়।
বিশ্বকাপ বাছাইয়ে এবার সবাইকে ছাড়িয়ে বীরদর্পে এগিয়ে যাচ্ছে ব্রাজিল। বাছাইয়ের চার ম্যাচের চারটিতে জয়ে উড়ছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে তিতে বাহিনী। এবারো সে ধারা ধরে রাখার লক্ষ্য সেলেসাওদের।
প্রতিপক্ষ ইকুয়েডরও এবার দারুন ফর্মে আছে। চার ম্যাচের তিন জয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে তারা। তাই ইকুয়েডরকে হালকাভাবে নিচ্ছেন না কোচ তিতে। বিশ্বকাপ বাছাই ও কোপা আমেরকিার জন্য টানা অনুশীলনে আছে সেলেসাওরা। অ্যালিসন, নেইমার, থিয়াগো সিলভা, ক্যাসেমিরো, মারকুইনহোস, মিলিতো, ভিনিসিয়াস জুনিয়রদের নিয়ে বেশ শক্ত দল গড়েছেন কোচ। ফর্মে আছেন সবাই। কোন ইনজুরিও নেই। দু'দলের ৩২ বারের দেখায় ২৬বারই জয় পেয়েছে ব্রাজিল। দু'বার জিতেছে ইকুয়েডর।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।