শেষ ষোলোর ব্রাজিলের প্রতিপক্ষ দ. কোরিয়া, সুইসদের মুখোমুখি পর্তুগাল

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার ৩রা ডিসেম্বর ২০২২ ১১:১৬ পূর্বাহ্ন
শেষ ষোলোর ব্রাজিলের প্রতিপক্ষ দ. কোরিয়া, সুইসদের মুখোমুখি পর্তুগাল

চলতি কাতার বিশ্বকাপের প্রথম পর্বের লড়াই শেষ হলো। ‘জি’ গ্রুপের দুই ম্যাচ দিয়ে শেষ হলো প্রথম রাউন্ডের খেলা। যেখানে ক্যামেরুনের কাছে অপ্রত্যাশিতভাবে ১-০ গোলে হেরে গেছে ব্রাজিল। অপর ম্যাচে সার্বিয়াকে ৩-২ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড।


তবে আগের দুই ম্যাচে জয় পাওয়ায় ক্যামেরুনের কাছে হেরেও চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা পেল ব্রাজিল। আর ক্যামেরুনের পর সার্বিয়ার বিপক্ষে জয়ের সুবাদে সুইসরা গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোর টিকিট পেয়েছে।সূচি অনুসারে, দ্বিতীয় রাউন্ডে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপের সঙ্গে। আর ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘জি’ গ্রুপের রানার্সআপের সঙ্গে।


সে হিসেবে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ ষোলোর প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়াকে। আর ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন পর্তুগাল পেলো ‘জি’ গ্রুপের রানার্সআপের সুইজারল্যান্ডকে।


আগামী সোমবার (৫ ডিসেম্বর) দোহার স্টেডিয়াম ৯৭৪'এ বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ম্যাচটি। আর মঙ্গলবার (৬ ডিসেম্বর) একই সময়ে লুসাইল স্টেডিয়ামে হবে পর্তুগাল-সুইজারল্যান্ড ম্যাচ।