মেসিকে সবাই মিস করবে, তবে এগিয়ে যেতে হবে : বার্সা কোচ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার ৯ই আগস্ট ২০২১ ১১:৪৪ পূর্বাহ্ন
মেসিকে সবাই মিস করবে, তবে এগিয়ে যেতে হবে : বার্সা কোচ

রোববার রাতে হুয়ান গাম্পার ট্রফির ম্যাচ দিয়েই শুরু হয়ে গেছে বার্সেলোনার মেসি পরবর্তী যুগ। যেখানে জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়ে প্রাক মৌসুম প্রস্তুতি পর্বের শেষটা দারুণ করেছে কাতালান ক্লাবটি। গোল করেছেন মেমফিস ডিপাই, মার্টিন ব্রাথওয়েট এবং রিকি পুইগ।


তবে ম্যাচটি জিতলেও মেসির বিদায় মেনে নেয়া অনেক কঠিন বলে মন্তব্য করেছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। দলের অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকের মতে, মেসির বিদায়ের পর বদলে গেছে অনেক কিছু আর আগের মতো নেই বার্সেলোনা।


জুভেন্টাসকে হারানোর পর কোম্যান বলেছেন, ‘এটা খুবই স্বাভাবিক যে, যখন মেসির মতো খেলোয়াড় চলে যায়, তখন সবার জন্যই কঠিন। তবে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। কারণ আমরা এই পরিস্থিতি বদলাতে পারব না।’


বার্সা কোচ আরও যোগ করেন, ‘আমাদেরকে ভালো খেলতে হবে এবং জিততে হবে। আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে। দলে আরও খেলোয়াড় আছে যারা মেসির জায়গায় খেলতে পারবে এবং ভালো ভূমিকা রাখতে পারবে। আমাদের এখন মেসি নেই। তাকে ছাড়াই এগুতে হবে।’


এসময় ভক্ত-সমর্থকদের মনে আশা জাগাতে তিনি বলেন, ‘আমরা মেমফিস ডিপাইকে দলে নিয়েছি এবং সে আজ দেখিয়েছে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এখন মিডফিল্ডারদেরও অনেক গোল করতে হবে। বিশ্বের সেরা খেলোয়াড়কে সবাই মিস করবে। তবে এটি মেনে নিয়েই সামনে তাকাতে হবে।’


‘অতীত নিয়ে দুঃখপ্রকাশ করে লাভ হবে না। দলে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় আছে। (জুভেন্টাসকে হারানো) ভালো একটা ফল। মাঠের খেলায় আমরা ভালো একটা অবস্থানে পৌঁছে গেছি। নেতো দারুণ খেলেছে। আমরা প্রথম ম্যাচ থেকেই লড়তে প্রস্তুত আছি।’