ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: শুক্রবার ১৪ই মার্চ ২০২৫ ০৯:৪২ অপরাহ্ন
ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন

মাগুরার আট বছরের শিশু আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখা মানববন্ধনের আয়োজন করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ গ্রহণ করে।


‘আমার বোন কবরে, খুনি কেন বাহিরে’-এমন ঝাঁঝালো শ্লোগান সহ বিভিন্ন শ্লোগান দেন মানববন্ধনকারীরা। এসময় আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রতি জোড়ালো দাবী জানানো হয়।


মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ইয়াকুব রহমান শ্রাবন, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মাহফুজুল ইসলাম কিরণ, শ্রমিককল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক ও গছিডাঙ্গা জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।