রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের অভিযানে ৭৫ পুড়িয়া হেরোইন সহ সাত মামলার এক মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে তাকে হেরোইনসহ গ্রেফকার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়া এলাকার মৃত কুটি শেখ এর ছেলে মোঃ আজগর শেখ (৪০)।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, রাজবাড়ী জেলা পুলিশ গুরুত্বপূর্ন অপরাধ উদঘাটনে সদা বদ্ধপরিকর। ইতোমধ্যে রাজবাড়ী জেলায় সংঘটিত বিভিন্ন অপরাধ দ্রুততার সাথে উদঘাটন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৭৫ পুড়িয়া হেরোইন সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। উক্ত ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয় এবং দুপুরে রাজবাড়ী আদালতে তাকে প্রেরণ করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক, চুরি ,ছিনতাই,ডাকাতি প্রস্তুতি সহ সাতটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।