এটা একেবারে অন্যরকম অভিজ্ঞতা - চাঁদনী
নৃত্যশিল্পী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মাহনূর মেহবুবা চাঁদনী। করোনা ভাইরাসের কারণে অনেক দিন ঘরবন্দি হয়ে ছিলেন। তবে এখন আবারো পূর্ণোদ্যমে কাজে ফিরেছেন তিনি। আসছে ঈদে বিভিন্ন চ্যানেলে নাচের অনুষ্ঠান নিয়ে থাকছেন বলে জানান তিনি। এদিকে এই গ্ল্যামার কন্যাকে প্রথমবারের মতো এশিয়ান টিভিতে এবার ঈদে একটি আইটেম গানে দেখা যাবে। তার ভাষ্য, এটা একেবারে অন্যরকম অভিজ্ঞতা।প্রথমবার এশিয়ান টিভিতে ঈদের জন্য আইটেম গানে নেচেছি। এর কোরিওগ্রাফি করেছেন রবিউল। শর্ট স্কার্ট পরে দুষ্টু মিষ্টি এক্সপ্রেশন দিয়েছি।
প্রথমবার নিজের ইমেজের বাইরে গিয়ে এমন একটি নাচ করেছি বলে নাচার সময় বেশ নার্ভাস ছিলাম। কেমন হয়েছে জানি না। তবে বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে। আশা করছি ভালো লাগবে সবার। এছাড়া বিটিভিতে ইভান শাহরিয়ার সোহাগের সঙ্গে জুটি বেঁধেও একটি অনুষ্ঠানে নেচেছেন চাঁদনী। এ প্রসঙ্গে তিনি বলেন, সোহাগের নির্দেশনায় এর আগেও অনেক কাজ করেছি। কিন্তু এর আগে এক সাথে কোনো গানে আমরা জুটি বাঁধিনি। এবার ঈদে নাচ নিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে। নাচের বাইরে আসছে ১৫ই আগষ্ট শোক দিবসের জন্য একটি নাটকে অভিনয় করেছেন এই মডেলকন্যা। সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘৩২ নম্বর থেকে ফিরে’ শিরোনামের নাটকে অভিনয় করেছেন তিনি। এটি বিটিভিতে প্রচার হবে জাতীয় ১৫ই আগস্টে। চাঁদনী বলেন, দারুণ একটি গল্প। কাজ করে খুব ভালো লেগেছে। এমন গল্প পেলে মনপ্রাণ ঢেলে কাজ করা যায়। আসলে আমি যখন কাজ শুরু করি তখন অনেক মেধাবী নির্মাতা ও নাট্যকার ছিলেন। সেই সব নাটক করে এখন যখন দুর্বল স্ক্রিপ্ট পাই তখন কাজ করতে ইচ্ছা করে না।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।