ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় নায়ক প্রভাস। ‘বাহুবলী’ ছবির মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান তিনি। এরপর থেকে ভক্তরা তাকে বাহুবলী নামেই ডাকেন। গত আগস্টে মুক্তি পায় প্রভাসের নতুন সিনেমা ‘সাহো’। বেশ সাড়া জাগিয়ে ছিলো সিনেমাটি। শোনা যাচ্ছে নতুন একটি সিনেমার সঙ্গে যুক্ত হচ্ছেন প্রভাস।
প্রভাসের নতুন এই সিনেমাটির নাম ‘ডেভিল’। এটি নির্মাণ করবেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙার। এই নির্মাতা তার প্রথম সিনেমা ‘অর্জুন রেড্ডি’ দিয়ে বাজিমাত করেছিলেন। পরে এই সিনেমার হিন্দি রিমেক ‘কবির সিং’ নির্মাণ করা হয়। এই ছবিটিও সুপারহিট হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।