ইউটিউবে ঝড় তুলছে শান্ত খান-নেহার 'স্বামী বইলা ডাকো'

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শনিবার ২৩শে নভেম্বর ২০১৯ ১২:২৬ অপরাহ্ন
ইউটিউবে ঝড় তুলছে শান্ত খান-নেহার 'স্বামী বইলা ডাকো'

সম্প্রতি লাইভ টেকনোলজির ইউটিউবে মুক্তি পেয়েছে উত্তম আকাশ পরিচালিত 'প্রেম চোর' ছবির নতুন একটি গান 'স্বামী বইলা ডাকো'। এই গানটিতে কন্ঠ দিয়েছেন এ সংগীতশিল্পী সাবরিনা সাবা ও শাহরিয়ার রাফাত। এই গানে ঠোঁট মিয়েছেন নবাগত নায়ক শান্ত খান ও কলকতার অভিনেত্রী নেহা আমানদ্বীপ। 'স্বামী বইলা ডাকো' গানটি কথা লিখেছেন সুদীপ কুমার দ্বীপ এবং সুর-সংগীত করেছেন শিল্পী রাফাত নিজেই। গানটি প্রকাশ পর থেকেই বেশ সাড়া ফেলেছে ইউটিউবে।

গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী সাবরিনা সাবা বলেন, ' আমি কমেই প্লেব্যাক করেছি।সিনেমায় গান করার ব্যাপারে আমার কাছে ভালো মানের গান, কথা, সহশিল্পী, পরিচালক এগুলো ফ্যাক্ট। তাছাড়া আমার জন্য পারফেক্ট বলে মনে হয়েছে তাই গানটি করেছি। কাজটিও ভালো হয়েছে, আশা করছি সবার ভালো লাগবে। শাপলা মিডিয়া প্রযোজিত, উত্তম আকাশ পরিচালিত 'প্রেম চোর' ছবিটি আগামী ৬ ডিসেম্বর শতাধিক হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক বাদল।


ইনিউজ ৭১/এম.আর