
প্রকাশ: ১ জানুয়ারি ২০২৬, ১৮:১৯

পাহাড়, হাওর ও চা বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলায় মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। গত কয়েক দিন ধরে দিন-রাত অব্যাহত হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কনকনে শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জেলার নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ।
