কুড়িগ্রামে উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে নির্বাচন, আইন শৃঙ্খলা, যানজট ও উপজেলা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। অন্যান্য সমস্যা সমাধানে পৌরসভা, বণিক সমিতি ও উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান জানান।