বক্স অফিসে ঝড় তুলেছে হৃতিক রোশন ও টাইগার শ্রফ এর ‘ওয়ার’। মুক্তি পাওয়া সমসাময়িক ছবিগুলোর কোনো প্রভাবই পড়েনি ‘ওয়ার’ এর ব্যবসায়। একচেটিয়া ব্যবসা করে ছবিটি ১৫ দিনে আয় করে নিয়েছে ২৮০ কোটি রুপি। শিগগির ‘ওয়ার’ এর আয় ৩০০ কোটি ছাড়াবে, এমনটাই আশা করা হচ্ছে। মাত্র তিন দিনে ‘ওয়ার’ ঢুকে গিয়েছিল ১০০ কোটির ক্লাবে। এক সপ্তাহের মধ্যে আয় করেছে ২০০ কোটি। এবার সব রেকর্ড ভেঙ্গেচুরে ৩০০ কোটির ঘরে নাম লেখাতে চলেছে ‘ওয়ার।’ ট্রেড অ্যানালিস্ট ত্বরণ আদর্শ বুধবার টুইট করে জানিয়েছেন এখন পর্যন্ত ‘ওয়ার’র আয় ২৮০.৬০।
ভারত জুড়ে ‘ওয়ার’ মুক্তি পায় গত ২ অক্টোবর। এটি হৃতিক ও টাইগারের একসঙ্গে প্রথম ছবি। ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে ‘ওয়ার’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন বাণী কাপুর, আশুতোষ রানা, অনুপ্রিয়া গোয়েঙ্কা, দ্বীপান্বিতা শর্মা, সোনি রাজদান ও আরিফ জাকারিয়া সহ অনেকে। ইন্ডিয়ান এক্সপ্রেস
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।