শুটিং চলাকালে বিস্ফোরণে নিহত হলেন নারী ও শিশু। ভারতের বেঙ্গালুরুর বাগালুরে কন্নড় চলচ্চিত্র ‘রানাম’-এর শুটিং সেটে হাইড্রোজেন সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত আরেক শিশুকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্বামীসহ নিহত সুমনা বানু ও তাঁর শিশুকন্যা আয়েশা বানু সিনেমার শুটিং দেখতে বাগালুরে গিয়েছিলেন। দুর্ঘটনাস্থল থেকে একটু দূরে থাকায় বেঁচে যান সুমনার স্বামী। তবে বিস্ফোরণস্থলের খুব কাছে থাকায় সুমনা ও তাঁর কন্যা দূরে সরে যেতে পারেননি।
সঠিক নিয়মকানুন না মানায় দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। স্থানীয় পুলিশ এখন চলচ্চিত্রটির প্রযোজনা দলকে খুঁজছে। ভি সমুদ্র পরিচালিত ওই সিনেমায় অভিনয় করছেন চেতন অহিমসা, বড়লক্ষ্মী শরৎকুমার, চিরঞ্জীবী সারজা প্রমুখ। প্রতিবেদন বলছে, একটি স্টান্ট দৃশ্যে এলপিজি সিলিন্ডারের পরিবর্তে হাইড্রোজেন সিলিন্ডার ব্যবহার করা হয়েছিল। সেই সিলিন্ডারের একটির বিস্ফোরণই দুজন মানুষের মৃত্যু ডেকে আনে। সূত্র : ইন্ডিয়া টুডে
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।