
প্রকাশ: ৩০ মার্চ ২০১৯, ২০:৩২

বগুড়ায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে একুশে পদকপ্রাপ্ত গুনী কণ্ঠশিল্পী খুরশীদ আলম আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারের চালক ও শিল্পীর সহযাত্রী খোকন নামে স্থানীয় এক ব্যবসায়ীও আহত হন। জানা যায়, বগুড়াস্থ জয়পুরহাট কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শুক্রবার খুরশীদ আলমকে সম্মাননা প্রদান ও ভ্রাতৃত্ব মিলনমেলার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে যোগ দিতে তিনি শুক্রবার বগুড়া শহরতলীর নওদাপাড়া এলাকায় মম-ইন নামের তারকাখচিত হোটেলে আসেন। অনুষ্ঠান শেষে সেখানেই তার রাত্রী যাপনের কথা ছিল।

ইনিউজ ৭১/এম.আর