দরগাহপুর প্রেসক্লাবের নব গঠিত কমিটির অভিষেক

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৭শে ফেব্রুয়ারি ২০২৫ ০৭:২৮ অপরাহ্ন
দরগাহপুর প্রেসক্লাবের নব গঠিত কমিটির অভিষেক

দীর্ঘ প্রতীক্ষার পর আশাশুনির দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের নব গঠিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দরগাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ নোমান হোসেন।


নব গঠিত কমিটির সভাপতি প্রভাষক শেখ আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরগাহপুর কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরপদ মন্ডল, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এস, এম আহসান হাবিব, পাইকগাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোসলেম উদ্দীন, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হায়দার, সমাজ সেবক শেখ মতলুবর রহমান, সিনিয়র সাংবাদিক শেখ জিল্লার উদ্দীন, আহমাদ আলী বাচা, শেখ জিকু আলম, শেখ হিজবুল্লাহ, আলাউদ্দীন রাজা, কৃষ্ণ মোহন ব্যানার্জী, হাফেজ শেখ কামরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তরিকুল হাসান এর প্রতিনিধি ও বিএনপির মিডিয়া সেলের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, আশাশুনি প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল, রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দীন, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল গনি সরদার, বিএনপি নেতা জিএম হাফিজুর রহমান, এস,এম স্বপন, ইউপি সদস্য আব্দুল বারী, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি শেখ খলিফাতুল্লাহ, রামনগর সিরাজুল স্মৃতি সংঘের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।


আলোচনা সভায় বক্তারা নব গঠিত কমিটির সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে প্রেসক্লাবের কর্মকাণ্ডের জন্য সমন্বিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। বক্তারা প্রেসক্লাবের কার্যক্রমের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, সমাজের সঠিক তথ্য প্রকাশ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের কথা বলেন।


এছাড়া, নব গঠিত কমিটির সদস্যরা একসাথে কাজ করে এলাকার উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। গত ১১ ফেব্রুয়ারি দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও ৮ জনকে উপদেষ্টা এবং ৯ জনকে সাধারণ সদস্য মনোনীত করা হয়েছে।


অভিষেক অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে প্রেসক্লাবের নব গঠিত কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয় এবং আগত অতিথিরা তাদের অভিবাদন জানান।