নওগাঁয় রাতের আঁধারে শতাধিক গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: সোমবার ১৭ই ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৪ অপরাহ্ন
নওগাঁয় রাতের আঁধারে শতাধিক গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

নওগাঁর ধামইরহাটে জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে শতাধিক আম ও আকাশমণি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ঘাস মারার কীটনাশক ছিটিয়ে ইরি-বোরো ধানের চারাগুলোও নষ্ট করে দেওয়া হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের চকতুলন মঙ্গোলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার বিকেলে ভুক্তভোগী ময়েন উদ্দিন থানায় অভিযোগ দায়ের করেছেন।  


অভিযোগে বলা হয়েছে, আলমপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মৃত গয়েস উদ্দিনের স্ত্রী মরিয়ম বিবি তার জমির মালিকানা দলিল অনুযায়ী পরিবারকে সেই জমি দান করেন। তারা দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করছিলেন। তবে পূর্বশত্রুতার জেরে রোববার রাত একটার দিকে অভিযুক্ত মোশারফ হোসেনসহ চারজন ৭৯ শতাংশ জমিতে লাগানো ১৩০টি ফলদ ও বনজ গাছ কেটে ফেলে।  


ভুক্তভোগী ময়েন উদ্দিন বলেন, মানুষের মধ্যে বিরোধ থাকতে পারে, কিন্তু গাছের কী দোষ? এমন জঘন্য কাজ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। যারা এই অন্যায় করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।  


এলাকাবাসী জানান, রাতের আঁধারে গাছগুলো কেটে ফেলা হয়, যা সকালে স্থানীয়দের নজরে আসে। তারা জানান, এই গাছগুলো শুধু পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল না, বরং এটি ভুক্তভোগী পরিবারের আর্থিক ক্ষতির কারণও হয়েছে।  


এ ঘটনার পর থানায় অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাইসুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।  


স্থানীয়রা জানান, এ ধরনের প্রতিশোধমূলক কর্মকাণ্ড আগেও ঘটেছে, তবে এত বড় মাত্রায় গাছ কাটার ঘটনা আগে ঘটেনি। এই ঘটনায় পুরো গ্রামজুড়ে নিন্দার ঝড় উঠেছে।  


ক্ষতিগ্রস্ত পরিবার বলছে, তারা শুধু জমির ন্যায়সঙ্গত মালিকানাই চায়, প্রতিশোধ নিতে চান না। তবে অপরাধীরা শাস্তি না পেলে ভবিষ্যতে এমন ঘটনা আবার ঘটতে পারে। এলাকাবাসী প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে।