মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৩ই মার্চ ২০২৫ ০১:৫০ অপরাহ্ন
মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার আট বছর বয়সি শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।  


সিএমএইচ-এর পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ জানান, শিশুটির আজ সকাল থেকে দুই দফায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রথম দুটি ক্ষেত্রে সিপিআর দেওয়ার পর হৃৎস্পন্দন ফিরে এলেও দুপুর ১২টার দিকে আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। শেষ দফায় আর হৃৎস্পন্দন না ফেরায় দুপুর ১টায় তাকে মৃত ঘোষণা করা হয়।  


গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি হলে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রাখেন। শুরু থেকেই শিশুটির অবস্থা আশঙ্কাজনক ছিল বলে জানান চিকিৎসকরা।  


এ ঘটনার পর থেকে সারাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিশুটির পরিবার বিচারের দাবি জানিয়ে আসছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।  


বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।  


এর আগে এই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।  


শিশুটির মৃত্যুর পর সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।  


এখন পর্যন্ত শিশুটির জানাজা ও দাফনের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। পরিবারের পক্ষ থেকে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।