মৌলভীবাজারে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: সোমবার ১০ই ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৪ অপরাহ্ন
মৌলভীবাজারে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ঢাকায় ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবির আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে ডিএমএফ ইন্টার্ন ও মৌলভীবাজার ম্যাটস শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।  


বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ডা. এ কে এম শামসউদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের মৌলভীবাজার জেলার সমন্বয়ক মোক্তাদির বেগ। এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানজিয়া শিশির, জুলাই অভ্যুত্থানের আহত যোদ্ধা ডা. সাহাব উদ্দিন বাবলু, ডা. মুবিনুল হক জনি, ডা. ফরহাদ আহমেদসহ অনেকে।  


বক্তারা ঢাকার আন্দোলনে পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপেক্ষা করা হচ্ছে, যা দুঃখজনক। তারা বলেন, দীর্ঘদিন ধরে ম্যাটস শিক্ষার্থীরা ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করে আসছে, কিন্তু প্রতিবারই দমন-পীড়নের শিকার হতে হচ্ছে।  


বিক্ষোভে অংশগ্রহণকারীরা চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং বলেন, এসব দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর হবে। তারা শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন বন্ধ করে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধানের দাবি জানান।  


ম্যাটস শিক্ষার্থীরা বলেন, তাদের শিক্ষাগত ও পেশাগত বৈষম্য দূর করতে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তারা অভিযোগ করেন, বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, বরং ন্যায্য দাবি উত্থাপন করলেই দমন-পীড়নের শিকার হতে হচ্ছে।  


এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং বলেন, শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে গেলেও তাদের বাধা দেওয়া হচ্ছে, যা গণতান্ত্রিক অধিকারের লঙ্ঘন। তারা বলেন, এ ধরনের দমনমূলক আচরণ শিক্ষার্থীদের হতাশ করছে এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে।  


বিক্ষোভ শেষে বক্তারা ঘোষণা দেন, শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে আগামীতে আরও বড় পরিসরে আন্দোলন গড়ে তোলা হবে। তারা প্রশাসনকে দ্রুত সিদ্ধান্ত নিতে আহ্বান জানান, যাতে শিক্ষার্থীরা তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে পারেন।  


সমাবেশে ম্যাটস শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি ছিল এবং তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন। তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এবং যেকোনো পরিস্থিতির জন্য দায়ী থাকবে প্রশাসন।