হাতীবান্ধায় জামায়াতে ইসলামীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
মাসুদ বাবু,নিজস্ব প্রতিনিধি হাতিবান্ধা (লালমনিরহাট)
প্রকাশিত: সোমবার ১০ই ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৪৯ অপরাহ্ন
হাতীবান্ধায় জামায়াতে ইসলামীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

লালমনিরহাটের হাতীবান্ধায় জামায়াতে ইসলামী তাদের নেতৃবৃন্দের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে। সোমবার দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলার সূচনা চত্বরের কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। 


সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাছেন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের শুরা সদস্য ও হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম রাজু। তিনি হাতীবান্ধা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে অংশ নেন। 


এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রফিকুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য হাবিবুর রহমান ছাতা, প্রেস ক্লাব হাতীবান্ধার সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নুরুল হক, রিপোটার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন। 


এছাড়া রিপোটার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, দৈনিক মানবকন্ঠের লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজু, দৈনিক ভোরের পাতার লালমনিরহাট মাল্টিমিডিয়া প্রতিনিধি মাসুদ বাবু এবং দৈনিক কালবেলার হাতীবান্ধা প্রতিনিধি তমাল কান্তি রায়সহ উপজেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা এ সভায় অংশ নেন। 


মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর নেতারা দলের রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং দেশের বর্তমান অবস্থার ওপর আলোচনা করেন। তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং মিডিয়ার ভূমিকা নিয়ে আলোচনায় অংশ নেন। 


প্রধান অতিথি আনোয়ারুল ইসলাম রাজু বলেন, "আমরা সবাই একসঙ্গে কাজ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ, তাই তাদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি আরও বলেন, "এ ধরনের মতবিনিময় সভা থেকে আমরা আমাদের কর্মকাণ্ডের পরিধি বৃদ্ধি করতে এবং সমাজের উন্নতিতে সহায়ক হতে চাই।" 


এ সময় সাংবাদিকরা জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মসূচি ও তাদের ভূমিকা সম্পর্কে আরও জানতে চান এবং নিজেদের মতামত জানান। 


সভার শেষে অতিথিরা সকল সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং আগামীতে আরও such সভার আয়োজন করার পরিকল্পনা ব্যক্ত করেন। এ ধরনের উদ্যোগ সাংবাদিকদের সাথে একযোগে কাজ করার পথ উন্মুক্ত করবে বলে মনে করা হয়।