নেছারাবাদে আম গাছে ঝুলছিল ব্যবসায়ির মরদেহ!

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: রবিবার ১৯শে জানুয়ারী ২০২৫ ০৬:৪৫ অপরাহ্ন
নেছারাবাদে আম গাছে ঝুলছিল ব্যবসায়ির মরদেহ!

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারগোপ এলাকায় আম গাছ থেকে রতন বেপারী (৪০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রতন বেপারী উপজেলার বলদিয়া ইউনিয়নের লেবু বাড়ি গ্রামের মৃত জনার্দন বেপারীর ছেলে। তিনি হোগলা পাতার খুচরা ও পাইকারি ব্যবসা করতেন।


রোববার (১৯ জানুয়ারি) সকালে স্থানীয়রা আম গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পান। পরে নেছারাবাদ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।


রতন বেপারীর স্ত্রী যমুনা রানী বেপারী বলেন, "গত ৯ জানুয়ারি ব্যবসায়িক লেনদেনের উদ্দেশ্যে ঢাকায় রওনা হয়েছিলেন তিনি। গতকাল বিকেলেও তিনি আমার ও ছেলের সঙ্গে ফোনে কথা বলেছেন। কেন তিনি আত্মহত্যা করবেন, তা আমি বুঝতে পারছি না।"


গ্রামের চৌকিদার দীপেন সরকার জানান, সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান। "আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রতন বেপারীর লাশ দেখতে পাই। সঙ্গে সঙ্গেই থানায় খবর দেওয়া হয়।"


স্থানীয় ইউপি সদস্য মনোজ কুমার ঢালী বলেন, "রতন বেপারী হোগলা পাতার ব্যবসার সুবাদে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন এবং টাকা লেনদেন করতেন। শুনেছি গত সপ্তাহে তিনি টাকা আদায়ের জন্য ঢাকায় গিয়েছিলেন। আজ তার ঝুলন্ত লাশ পাওয়া গেছে, যা খুবই মর্মান্তিক।"


নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, "লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও আমরা বিষয়টি গভীরভাবে তদন্ত করছি।"


মৃত্যুর কারণ নিয়ে এলাকাবাসীর মধ্যে রহস্য ও কৌতূহল দেখা দিয়েছে। অনেকে ধারণা করছেন, ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত কোনো সমস্যার কারণে এই ঘটনা ঘটতে পারে।