ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা পরীমণি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় শিরোনামে থাকেন পরীমণি। ১০ আগস্ট তার একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য এক বছর পূর্ণ করল। ছেলেকে নিয়েই সকল ব্যস্ততা তার। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ এই অভিনেত্রী।
সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় সর্ব চর্চিত বিষয়, ‘নারী কীসে আটকায়?’ ট্রেন্ডে গা ভাসিয়েছেন সাধারণ মানুষজন থেকে শুরু করে দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। এবার এই দলে নাম লেখালেন পরীমণি। শুধু নারী নয়, তিনি জানালেন মানুষ আসলে কীসে আটকায়।
রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলের জন্মদিনের একটি ছবি পোস্ট করেন পরীমণি। আর ক্যাপশনে লেখেন, নারী, পুরুষ কিংবা মানুষ, কীসে এত আটকে রাখার দায়? জীবন শুধু মায়ায় আটকায়। পাশে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।
অভিনেত্রীর এই পোস্টে কমেন্ট করে সহমত পোষণ করেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। মা হিসেবে পরীর প্রশংসা করেন অনেকেই। একজন লেখেন, আমি তো পদ্ম বাবা সোনাটায় আটকাইয়া গেছি। আরেকজন মজা করে লেখেন, আমি তো শুধু পড়ালেখায় আটকাই।
ফিট হয়ে শিগগিরই অভিনয়ে ফিরবেন পরীমণি। জানা গেছে, অচিরেই কলকাতা ও বাংলাদেশ মিলে বড় বাজেটের অন্তত তিনটি ছবির ঘোষণা আসতে পারে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।