৭ দিনে ঐশ্বরিয়ার সিনেমার আয় ৩০০ কোটি!

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ৭ই অক্টোবর ২০২২ ০৭:১৫ অপরাহ্ন
৭ দিনে ঐশ্বরিয়ার সিনেমার আয় ৩০০ কোটি!

তিন বছর পর রুপালি পর্দায় ফিরেই বাজিমাত করেছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সদ্য মুক্তি পাওয়া তার অভিনেত্রী তামিল সিনেমা ‘পোনিয়িন সেলভান ওয়ান’ এখন বিশ্বজুড়ে বক্স অফিস কাঁপাচ্ছে। মুক্তির মাত্র সাত দিনেই ঐতিহাসিক কাহিনি নির্ভর এ ছবিটির আয় ৩০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সেপ্রেসের।


দশম শতাব্দিতে চোল সাম্রাজ্যের পটভূমিকে কেন্দ্রে করে নির্মিত এ ছবির পরিচালক মণি রত্নম। কালকি কৃষ্ণমূর্তির ইতিহাসনির্ভর পাঁচ পর্বের তামিল উপন্যাসের ওপর ভিত্তি করে এ ছবিটি নির্মিত হয়েছে। যেখানে নন্দিনী ও মন্দাকিনী দেবীর দ্বৈত চরিত্রে ধরা দিয়েছেন ঐশ্বরিয়া।


এরই মধ্যে তামিল ছাড়াও হিন্দি, তেলুগু, মালয়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে ‘পোনিয়িন সেলভান’।


ভারতীয় চলচ্চিত্র বাণিজ্যের একজন বিশ্লেষক রমেশ বালা টুইটারে জানিয়েছেন, মুক্তির প্রথম সপ্তাহেই ৩০০ কোটির ক্লাবের মাইলফলক অতিক্রম করা পঞ্চম তামিল সিনেমা ‘পোনিয়িন সেলভান’। এর আগে ‘2.0’, ‘কাবালি’, ‘এনথিরান’ এবং ‘বিক্রম’ ছবিগুলো এ তালিকায় ছিল।


এমনকি প্রথম সাত দিনেই ‘পোনিয়িন সেলভান’ তামিল চলচ্চিত্রের এযাৎকালের সবচেয়ে বড় চমক দেখিয়েছে। যা ‘বিক্রম’ ও ‘বিগিল’ এর রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।