প্রকাশ: ৮ এপ্রিল ২০২২, ২:১১
বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা তিনি। বেশ কিছু দিন ধরে বড় সিনেমায় তাঁকে দেখা না গেলেও, থেমে নেই কাজ। একের পর এক ফটোশ্যুট, ভিডিও, মডেলিংয়ে ব্যস্ত নায়িকা। সামনে একটি সিনেমাও মুক্তি পাবে তাঁর। কাজ চলছে। যদিও ছবির নাম এখনও প্রকাশ্যে আসেনি।
সানি লিওন(Sunny Leone) সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। মাঝে মধ্যেই নানা মজার ভিডিও শেয়ার করতে দেখা যায় নায়িকাকে। নিজের জীবনের নানা মজার ঘটনা সকলের সামনে তিনি নিয়ে আসেন এই মাধ্যমেই। ইনস্টাগ্রামে সানির ফলোয়ারের সংখ্যাও অনেক। সানি যে কখন কী শেয়ার করবেন তা বলা মুশকিল। কখনও মেক-আপ রুম থেকে ভিডিও শেয়ার করেন তিনি। কখনও শ্যুটিংয়ের ভিডিও। আবার কখনও পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তও শেয়ার করেন তিনি। সম্প্রতি সিনেমার শ্যুটিং চলছে সানির। তাঁর সঙ্গে দেখা যাবে সাউথের জনপ্রিয় অভিনেতা বিষ্ণু মাঞ্চুকে।
বিষ্ণু সাউথের ছোট পর্দা থেকে বড় পর্দা সবেতেই কাজ করেছেন। তেলেগু ছবিতে তাঁর জনপ্রিয়তা সব থেকে বেশি। এবার সানি লিওনের সঙ্গে এক পর্দায় অভিনয় করছেন তিনি। আর সেটেই কাণ্ড ঘটিয়ে বসলেন সানি। এমন কিছু করলেন যে ভয়ে পালালেন অভিনেতা। সানি মানেই কিছু না কিছু তিনি করবেনই। এবারও অন্যথা হল না। সানি মুখোশ পরে ভয় দেখানোর চেষ্টা করলেন অভিনেতাকে। কিন্তু হল অন্য কিছু।
মুখে মুখোশ আটকানো সানিকে দেখে ভয় পেলেন না বিষ্ণু। কিন্তু মুখোশ খুলতেই ভয়ে পালালেন তিনি। সানির মুখ দেখেই আতঙ্ক হল অভিনেতার। কী এমন করেছেন সানি, যে এত ভয় পেলেন? আসলে এই গোটা ভিডিওটা মজা করেই বানানো হয়েছে। এই রিল ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে সানি লেখেন, 'আমি এক্কেবারে ফেল করে গেলাম'। তবে ভিডিও দেখে ফের একবার সোশ্যাল মিডিয়ায় সানি লিওনের মিষ্টি স্বভাবের প্রশংসা হয়েছে। নেটিজেনরা নানা মজার মন্তব্যে ভরিয়েছেন ইনস্টাগ্রাম। আপাতত ফের ভাইরাল সানি লিওন।