প্রকাশ: ১০ মে ২০২০, ১:৫৮
''পাখিরাই যুক্ত করে আমাদের পৃথিবীকে'' স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২০ পৃথিবীব্যাপি পালিত হয়েছে। শনিনার(৯ই মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) প্রাণিবিদ্যা বিভাগের ন্যাচার স্টাডি অ্যান্ড কনজারভেশন ক্লাবের (এনএসসিসি) উদ্যোগে অনলাইন ভিডিও কনফারেন্সে এই দিবসটি উদযাপন করা হয়।
বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা পাখি বিশেষজ্ঞ ও আলোকচিত্রী ইনাম আল হক বিচারকের দ্বায়িত্ব পালন করেন। আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় পুরষ্কার লাভ করেন এহসান আলী বিশ্বাস ও তৃতীয় পুরষ্কার লাভ করেন সাবিত হাসান। সচেতনতা মূলক পোস্টারে সজীব বিশ্বাস বিজয়ী হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত বন্যপ্রাণী বিশেষজ্ঞ দুবাই চিড়িয়াখানার কিউরেটর ড. রেজা খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, অধ্যাপক সাজেদা বেগম, অধ্যাপক মনিরুল হাসান খান, আইইউসিএন এর জনাব সারোয়ার আলম দীপু ।